You must be logged in to take this course → LOGIN | REGISTER NOW
কমিকস কিভাবে আঁকা হয়? কিভাবেই বা গল্প বলা হয়? স্টোরিবোর্ড, ক্যামেরা এঙ্গেল, পেন্সিলিং, ইঙ্কিং এসব আসলে কী? কাজের ধাপগুলি-ই বা কী? পেশাদার কমিক্স আঁকিয়েরা যেভাবে কাজ করেন- ডিজিটালি বা হাতে কলমে- সেটা নিয়েই এই ক্র্যাশ কোর্স। অলরেডি যারা আঁকছেন ও চেষ্টা করছেন তাঁদের জন্যে খুবই কাজের। কোর্সটি কিন্তু একেবারে বিগিনারদের জন্যে নয়। ক্লাস গুলি অনলাইনে আগেই রেকর্ড করা থাকবে। একেকটা ক্লাস সর্বোচ্চ ৪০ মিনিট হবে। প্রতি ক্লাসের শেষে এসাইনমেন্ট দেয়া থাকবে সেটা পরের ক্লাসের আগে জমা দিলে সেটার রিভিউ করা হবে। মানে প্রত্যেকে পাবেন তার কাজের আলাদা করে ভিডিও ফিডব্যাক। তো চলে আসুন আমাদের সাথে, শুরু করে দিন আপনার কমিক্স
শেখাবেন ঢাকা কমিক্স এর নির্বাহী ও কমিক্স আর্টিস্ট মেহেদী হক।
An essential course for aspiring comic artist in Bangladesh. Though it is not for the Beginners but it starts with basic steps that show how to tell a story with sequential art. Details are (such as camera angel, panel designing, world building, page measurement for printing) described in the easiest way. Most effective part was individual video feedback. Highly recommended.